রংপুর

ফুলবাড়ীতে জমি রক্ষার দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৮:১২:৫২ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ীতে জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদীর মূল স্রোতে বাঁধ নির্মাণ করে গাছের বাগান লাগানোয় নদীর গতিপথ পরিববর্তন করে নদীর পাড় ভেঙে শত শত একর জমি নদীতে পরিণত হয়েছে। এরই প্রতিবাদে বুধবার সকাল ১১টায় স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী নদীর পূর্বের সঠিক গতিপথ সৃষ্টি করে নিজ জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেন। সংশ্লিষ্ট ইউপি সদস্য মকসেদুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান আবু তাহেরের নিজস্ব লোকজন এই নদীর গতিপথ বন্ধ করে গাছের বাগান বানিয়েছেন। সে কারণে আজ এই এলাকার অনেক গরীব অসহায় মানুষের একমাত্র সম্বল জমি হারিয়ে দিশেহারা। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রæত নদীর সঠিক গতিপথ উদ্ধার করে এই অসহায় মানুষ গুলোকে বাঁচানোর অনুরোধ করছি। বিষয়টি নিয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কানিজ আফরোজের সাথে কথা হলে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খুব দ্রæত বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

Powered by