প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ৪:১২:৫৩ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর অক্সিজেনস্থ শীতল ঝর্না আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে ইফতার সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান ওষুধ প্রদান করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাব কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধন।
রোববার (১৬ মার্চ) দুপুরে বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা মাওলানা গোলামুর রহমান রাব্বানীর হাতে এসব সামগ্রী তুলে দেয়ার প্রাক্কালে বন্ধন লায়ন্স ক্লাব নেতৃবৃন্দ বলেন, বেওয়ারিশ মানুষের সেবার মাধ্যমে যে দৃষ্টান্ত বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ স্থাপন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এসব বয়স্ক মা-বাবাদের সেবায় বন্ধন লিও ক্লাব অতীতেও নানা কর্মসূচী বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও আরও বড় পরিসরে সেবা কার্যক্রম পরিচালিত হবে ইনশাল্লাহ।
বন্ধন লিও ক্লাবের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম, বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সেক্রেটারী আবু তাহের, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, ট্রেজারার হাছান তারেক চৌধুরী, ডাঃ শাহাদাত হোসেন রাসেল, সহকারী মেডিকেল অফিসার আশিকুর রহমান আশিক, হাসিবুল আলম ফাহিম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রমাদান সার্বিস কমিটির চেয়ারম্যান লিও এনামুল হক জুয়েল, লিও মো: আলামিন, লিও জয় বড়ুয়া, লিও ইমতিয়াজ হামিম, লিও ইমরান, লিও সজীব।
বৃদ্ধাশ্রমে বসবাসরত বোর্ডারদের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের জন্য চিকিৎসাপত্র লিখে দেন ডাঃ ডাক্তার শাহাদাত হোসেন রাসেল এবং সহকারী মেডিকেল অফিসার অফিসার আশিকুর রহমান আশিক।