Uncategorized

শীতের আগমণে বাড়ছে লেপ-তোষক কারিগরদের ব্যস্ততা

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ৮:৫০:৫১ প্রিন্ট সংস্করণ

মোঃ আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় শীতের আগমনী বার্তায় লেপ-তোষকের কদর বেড়েছে। সেই সাথে বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে লেপ-তোষকের কারিগররা ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দিন রাত সমান তালে শীতকে সামনে রেখে রেডিমেড দোকানে লেপ-তোষক তৈরির কাজে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। উপজেলার মালঞ্চি বাজারের রাফি বেডিং ষ্টোর এর মালিক মোবারক হোসেন বলেন, লেপতোষক তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রীর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় লেপ-তোষকের দাম তেমন বৃদ্ধি করা হয়নি। শীতের আগমনে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে লেপ-তোষকের চাহিদা। এখনো পুরোদমে লেপ-তোষক বেচাকেনা শুরু না হলেও আর কিছুদিন পরেই পুরো দমে শুরু হবে বলে মনে করছেন এ সব ব্যবসায়ীরা।
জানা যায়, ৪৫ হাতের প্রতিটি লেপ-তোষক বানানো শ্রমিকের মজুরি ধরা হয়েছে ২০০ টাকা থেকে ২৫০ টাকা। আর প্রতিটি লেপের মূল্য ধরা হচ্ছে ১১৫০ টাকা থেকে ১২০০ টাকা। একটি তোষকের মূল্য ধরা হচ্ছে ১২৫০ টাকা থেকে ১৩০০ টাকা। এছাড়াও লেপ-তোষকের আকারভেদে এবং তুলা ও কাপড়ভেদে দাম কিছুটা কমবেশি হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by