খুলনা

জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭২৩, মৃত্য ১৮ জনের

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৭:৪২:২৭ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৭ জনে। জেলায় আক্রান্তদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ৫৭০ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় বাগেরহাট সদর উপজেলা নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৭ জনে। করোনা আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলায় ১০ জন, বাগেরহাট সদরে ২ জন, মোরেলগঞ্জে ২ জন, মোংলা উপজেলায় ২ জন, শরণখোলায় ১ জন ও কচুয়ায় ১ জনের মৃত্য হয়েছে। সুস্থ্য হয়েছেন ৫৭০ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। নতুন করোনা আক্রান্তদের বাড়ীতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংর্স্পশে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Powered by