প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ৬:৪১:৩৯ প্রিন্ট সংস্করণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ওষুধি গাছের চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছার মানিক, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার কুন্ডু, সাপাহার রেঞ্জ বন বিভাগ কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।