চট্টগ্রাম

সোনাইমুড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ৮:২৪:০০ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়িতে সিএনজিচালিত অটোরিকশা চালক সাখাওয়াত হোসেনের উপর সন্ত্রাসী হামলায়র প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভ‚ক্তভোগির পরিবার। বৃহস্পতিবার দুপুর দুটার দিকে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে এসংবাদ সম্মেলন করা হয়। এসময় তারা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন, আহতের মা সুফিয়া খাতুন ও তার ভাই মোশারফ হোসেন। তারা অভিযোগ করে বলেন, ঈদের আগে উপজেলার সোনাপুরের কালিকাপুর এলাকায় দেলোয়ার হোসেনসহ কয়েকজন গরু বাজার ইজারা নেয়ার চেষ্টা করে। এ নিয়ে স্থানীয় সন্ত্র¿াসী ও চাঁদাবাজ সাহাব উদ্দিন, মাসুদ, শাকিল, সাজু, সুজন, ইউসুফসহ কয়েকজনের সাথে মতবিরোধ হয়। এ ঘটনার জের ধরে গত ১১আগস্ট রাত সাড়ে আটটার দিকে কালিকাপুর বাজারে সন্ত্রাসীরা দেলোয়ার হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে। বর্তমানে দেলোয়ার ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতের মা সোনাইমুড়ি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। ফলে আসামীরা প্রকাশ্যে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ি থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

আরও খবর

Sponsered content