খুলনা

করোনা যুদ্ধে হেরে গেলেন কুষ্টিয়ার দৌলতপুরের ওসি আরিফুর রহমান

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৮:০১:০৪ প্রিন্ট সংস্করণ

করোনা যুদ্ধে হেরে গেলেন কুষ্টিয়ার দৌলতপুরের ওসি আরিফুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রায় দুই সপ্তাহের লড়াইয়ের পর অবশেষে করোনার কাছে হেরে গেলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান (৪২)। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসএম আরিফুর রহমান প্রায় ২ সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার পরিস্থিতির আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। জানাজা শেষে আরিফুরের মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে পাঠানো হয়। ব্যক্তিগত জীবনে আরিফুর এক বছর বয়সী এক কন্যা সন্তানের জনক। তিনি কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় এসআই হিসেবে চাকরি করে মানুষের প্রশংসা অর্জন করেন। পরে পদোন্নতি পেয়ে ওসি হয়ে দৌলতপুর থানায় যোগ দেন। তিনি জেলার সব মহলে একজন সৎ ও যোগ্য পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। আরিফুরের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে।

আরও খবর

Sponsered content

Powered by