চট্টগ্রাম

চকরিয়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ৭:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ

চকরিয়া সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

কক্সবাজার প্রতিনিধি : ককসজারের চকরিয়া সাংবাদিক ফোরাম (সিএসএফ) এর ৭ম দ্বি-বার্ষিক সাধারণ সভা ও পুর্বের কমিটির মেয়াদান্তে ২০২০/২১ মেয়াদে আগামী দু’বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বি.এম হাবিব উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম নুরুদ্দোজা’র পরিচালনায় সভা অনুষ্ঠিত আরম্ভ হয়। গত বৃহস্পতিবার (২৭ আগষ্ট) চকরিয়া পৌর শহরের আনোয়ার শপিং কমপ্লেক্সের বাংলা রেস্তোরায় অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সমর্থন ও প্রত্যক্ষ ভোটে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় চকরিয়া সাংবাদিক ফোরামে সর্বসম্মতিক্রমে বিএম হাবিব উল্লাহ কে (দি ডেইলি নিউ নেশন ও সম্পাদক-আলোকিত চকরিয়া) পুনঃরায় সভাপতি নির্বাচিত করা হয়। কমিঠির অন্যান্য পদে হাত তোলা সমর্থন ও প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. রিদুয়ানুল হক (দৈনিক বাংলাদেশ সমাচার, বিশ্বমানচিত্র, ও সম্পাদক-বিবিসি একাত্তর), সহ-সভাপতি এম. নুরুদ্দোজা (দৈনিক ভোরের দর্পন ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা), সাংগঠনিক সম্পাদক এম দিদারুল করিম (দৈনিক পূর্বদেশ), সাধারণ সম্পাদক আবুল মনসুর মোঃ মহসিন ( প্রতিনিধি-দৈনিক আলোকিত সকাল, দৈনিক হিমছড়ি ও সম্পাদাক-ডেইলী বার্তা),সহ-সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ ( প্রতিনিধি-দৈনিক সংগ্রাম ও শ্যামল বাংলা), অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন (দৈনিক ভোরের ডাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (দৈনিক ইনানী ও সম্পাদক-আলোচিত সংবাদ)। নির্বাহী কমিটির সিনিয়র সদস্য এম. নুরুল হক চকোরী (দৈনিক সোনালী বার্তা ও দি ডেইলি মর্নিং নিউজ), এম.ডি ইলিয়াস আরমান (সিপ্লাস টিভি), অলি উল্লাহ রনি (দৈনিক খবরপত্র ও দৈনিক আজকের কক্সবাজার) আব্দুল করিম বিটু (দৈনিক বাংলাদেশের খবর)। সাধারণ সদস্য মোঃ ওমর আলী (দৈনিক আমাদের চট্টগ্রাম), মোঃ আজিমুল হক আজম (দৈনিক মাতৃছায়া), শাহারিয়ার মাহমুদ রিয়াদ (দৈনিক বাংলাদেশের আলো), আব্দুল হামিদ (জিএসবি২৪টিভি.কম), মোঃ মুছা ইবনে হোসাইন বিপ্লব (দৈনিক বিজনেস বাংলাদেশ)।