ময়মনসিংহ

বকশীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ৭:৫২:৫৬ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার-সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে বকশীগঞ্জ এন এম হাইস্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ¦ সরকার আবদুর রাজ্জাক, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, এম এ ছালাম মাহমুদ ও মনিরুজ্জামান মনির প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক মাসুদ উল হাসান,এ কে এম নুর আলম নয়ন, উৎপল মোহন্ত, মতিন রহমান, আলমাছ আলী, ইলিয়াছ আলী, মজনু মিয়া, আসাদ মিয়া, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি বকুল,সাধারণ সম্পাদক রানাসহ সাংবাদিকরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

আরও খবর

Sponsered content