শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, পাটুরিযা ঘাট এলাকায় পণ্যবোঝাই ট্রাকের অতিরিক্ত চাপ থাকায় উথুলী সংযোগ মোড়ে দুই শতাধিক ট্রাক আটকে রাখা হয়েছে। আজ যেহেতু শুক্রবার, তাই ঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের কিছুটা বাড়তি চাপ থাকবে, সে কথা বিবেচনা করে ট্রাকগুলো এখানে আটকে রাখা হয়েছে। পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলো ঘাটে পাঠানো হবে।
পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানা মধুমতির সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, যানবাহনের অতিরিক্ত চাপের কারণে লোড আনলোডের সময় র্যাম ও পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। নদীতে স্রোত থাকায় রো রো ফেরির সি ওয়াটার পাম্প, ইঞ্জিন মোটর, পাম্প, ইঞ্জিনের আরপিএমের ব্যাপক ক্ষতি হয়। ইউটিলিটি ফেরির ক্ষেত্রে পাম্প ও প্রপেলার বেল্ট ভেঙে যায়। এসব সমস্যা নিয়ে এখন রো রো ফেরি বীরশ্রেষ্ট মতিয়ার রহমান, আমানত শাহ এবং ইউটিলিটি ফেরি বনলতা মধুমতিতে মেরামতের জন্য রয়েছে। আর দুই-এক দিনের মধ্যে মেরামত শেষ হবে। তারপর ফেরিগুলো নদীতে চলাচল করতে পারবে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, শুক্রবার পাটুরিয়া ঘাটে অতিরিক্ত কিছু যানবাহনের চাপ থাকবে। তবে শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ফেরি ঘাট বন্ধ থাকায় আমাদের এ পাটুরিয়া ঘাটে গত কয়েক দিন ধরে যানবাহনের চাপ পড়েছে। বর্তমানে ১৮টি ফেরির মধ্যে ১৫টি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচল করছে। বাকি ফেরিগুলোতে সমস্যা দেখা দেওয়ার কারণে মধুমতিতে মেরামতের জন্য রাখা হয়েছে। –