দেশজুড়ে

কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সহায়তা

  প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৮:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে কর্মহীন ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি।  মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি-জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্টের চেয়ারপার্সন মো: জাফর আলী, সেক্রেটারী আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, আওয়ামীলীগ নেতা সাঈদ হাসান লোবান, শেখ বাবুল প্রমুখ।
এতে কর্মহীন, রিক্সা-ভ্যানচালক ও দুস্থদের মাঝে সাড়ে ৭ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, লবন, চিনি ও ৫শ’ গ্রাম করে সুজি বিতরণ করা হয়।
 

আরও খবর

Sponsered content