রংপুর

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা উপকরণ বিতরণ

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ৫:১০:৪৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনাজপুর জেলা, শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার। মঙ্গলবার দিনাজপুর শহরের কালিতলা সোনাপীর গোরস্থান দারুল উলুম কাওমী মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আল মামুন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু ও সোনাপীর গোরস্থান দারুল উলুম কাওমী মাদ্রাসার মুহতামিম মাও. আবজাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম পারভেজ সুমন, দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম ডলার, সহ-প্রচার সম্পাদক সাজিবুর রহমান সজিব, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

আরও খবর

Sponsered content