দেশজুড়ে

বরিশালে ভন্ড কবিরাজ একস্কুল ছাত্রীকে অন্তঃসত্ত্বা করেছে

  প্রতিনিধি ৩ মে ২০২০ , ৮:০৩:৩৬ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি: প্রেমের তাবিজ দেয়ার প্রলোভনে নবম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে (১৫) জিম্মি করে তিন সন্তানের জনক এক ভন্ড কবিরাজ একাধিকবার ধর্ষণ করেছে এতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরেছে ওই স্কুল ছাত্রী

রবিবার সকালে নগরীর এয়ারপোর্ট থানার এসআই আজমল হোসেন জানান, ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে শুক্রবার দুপুরে একটি ধর্ষণ মামলা দায়েরের পর ধর্ষক সুমন ওরফে জীবনকে (৩০) গ্রেফতার করা হয়েছে সূত্রমতে, নগরীর লুৎফর রহমান সড়কের বাঘিয়া এলাকার বাসিন্দা ওই ছাত্রীকে একই এলাকার সোহরাব হাওলাদারের পুত্র ভন্ড কবিরাজ সুমন ওরফে জীবন তাবিজ দিয়ে পছন্দের মানুষকে কাছে পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে জিম্মি করে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে এতে ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরে

শুক্রবার দুপুরে সুমন তার নিজ ঘরে ডেকে নিয়ে পূর্ণরায় জোরপূর্বক ধর্ষণ করে ওইদিন বিষয়টি স্কুল ছাত্রী তার পরিবারকে বিস্তারিত খুলে বলেন পরবর্তীতে স্কুল ছাত্রীর পিতা ওইদিনই এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সুমন ওরফে জীবনকে গ্রেফতার করেছে