আন্তর্জাতিক

মিয়ানমারকে ৩২বছরের পুরোনো সাবমেরিন দিচ্ছে ভারত

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২০ , ৪:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

মিয়ানমারকে সামরিক খাতে ভারত সহায়তা করে আসছে বেশ আগে থেকেই। এবার সেই সাহায্যের ধারাবাহিকতায় যুক্ত হলো একটি কিলো ক্লাস সাবমেরিন। এটিই মিয়ানমারের নৌবাহিনীর প্রথম সাবমেরিন হতে চলেছে। 

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্র সংক্রান্ত সহযোগিতা আমাদের বৈচিত্র্যময় সম্পর্কের একটি অংশ। এরই প্রেক্ষিতে ভারত মিয়ানমারের নৌবাহিনীকে কিলো ক্লাস সাবমেরিন আইএনএস সিন্ধুবীর দেবে।’

১৯৮৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে এই সাবমেরিনটি সংগ্রহ করেছিল ভারত। অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমের একটি শিপইয়ার্ডে এর সংস্কার কাজ চলছে।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, “আমরা জানি, এটি মিয়ানমার নৌবাহিনীর প্রথম সাবমেরিন হতে যাচ্ছে।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও খবর

Sponsered content

Powered by