দেশজুড়ে

ভান্ডারিয়ায় জাটকা বিরোধী অভিযানে  ৩ জেলে গুলিবিদ্ধ, আহত ৭

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ৭:১৪:২৮ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় জাটকা বিরোধী অভিযান কালে কোষ্ট গার্ডের সাথে জেলেদের মধ্যে ২৩ গুলি বিনিময় হয় এসময় তিন জেলে গুলিবিদ্ধ আহত  সাত  আজ মঙ্গলবার ( মেভান্ডারিয়ার উপজেলার কচাঁ বলেশ্বর নদীর হরিনপালাতুষখালি মোহনা সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা খাইরুল ইসলাম চৌধুরকে নিয়ে জাটকা ছোট পোনা মাছ নিধন বিরোধী অভিযানে যান সময়  ওই সব  জাটকা ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের জাল আটক করা হয় ওই সব জাল আটক করে ফেরার সময় ভান্ডারিয়ার হরিনপালা  তুষখালী খালের মোহনায় মাছ শিকার করে জেলেরা জাল লুকানোর  সময় কোস্টগার্ড  তাদের আটকের চেস্টা করে 

এসময় উপজেলার হরিনপালা  এলাকায় ওই সব জেলেরা রামদাশুরকি বল্লম নিয়ে তাদের উপর হামলা চালাতে এগিয়ে আসলে কোস্টগার্ড জেলেদের উপর রাউন্ড ফাঁকাগুলি সহ মোট ২৩ রাউন্ড গুলি বিনিময় হয় জেলেদের সাথে সময় প্রায় সাড়ে ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক করা হয় আটক করা ওই সব জালের মধ্যে কারেন্ট জাল, বাধা জাল, বেরা জাল রয়েছে পরে ওই সব জালে অগ্নি সংযোগ করা হয়

তেলিখালী  ইউপি চেয়ারম্যান মোঃ সামসুদ্দিন হাওলাদার জানায়তার  হরিনপালা এলাকায় জেলেদের বাড়ীর সামনে জাল সুকানোর সময় কোস্টগার্ড জাল আটকের চেষ্টা করে এসময় তাদের সাথে বাগবিতন্ড হয় পরে কোস্টগার্ড  তাদের উপর গুলি চালালে  মোঃ মোতালেব (৫৫) হাজেরা বেগম (৬০) শাহিন (২৫) নামের তিন জেলে আহত হয় এসময় লাঠির আঘাতে জসিম (২৪), সাদ্দাম (২৫) , তহমিনা (৪৫), শাহনাজ (২০), সেলিম  (২২), হেলাল (১৮) হেলাল (৩৫) আহত হয়  আহদের মধ্যে  হাজেরা বেগমকে  বরিশাল শেবাচিম হাসাপালে, মোতালেব   শাহিনকে  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  পাঠানো  হয়েছে

তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের  উপপরিদর্শক মোঃ নুর আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেনঘটনাস্থল থেকে ৬টি চাইনিজ রাইফেলের গুলির খোসা উদ্ধার করেছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে তবে জেলা থেকে  যে সকল অফিসার এখানে এসেছে তারা বিষয় ভাল বলতে পারবেন

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, সময় কোষ্ট গার্ডের গুলিতে / জেলে আহত হলেও তারা কোন প্রকার মামলা বা গ্রেফতার এড়াতে চিকিৎসা না করিয়ে আত্মগোপন করেন তবে দুপুরে মঠবাড়িয়ায় তুষখালী বাজারের এক পল্লী চিকিৎসকের মাধ্যমে জন জেলে গোপনে চিকিৎসা করান

থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, অভিযানের কালে সেখানে পুলিশ ছিলো জেলেরা অভিযানে অংশ নেয়াদের উপর হামলা চালালে কোষ্টগার্ড হামলা কারীদের ছত্র ভঙ্গ করতে ফাঁকা গুলি চালায় তবে এতে কেহ আহত বা নিহত হওয়ার কোন খবর আমাদের কাছে নেই

আরও খবর

Sponsered content