রংপুর

সাঘাটায় ডেপুটি স্পিকারের শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম সাধারণ পরিবারে জন্ম নিয়ে এখন তিনি এ সংস্থার পরিচালক। সৎ মানসিকতা ও উদার মনের মহিলা বলেই মানুষের সেবার পাশাপাশি এ সুনাম অর্জন করা সম্ভব হয়েছে।

এ সংস্থার কার্যপরিধি আরো যাতে উত্তরোত্তর বৃদ্ধি পায় এ জন্য সকলকে দো’য়া করার আহŸান জানান। গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যা ভরতখালী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে টিএমএসএস (ঠেঙ্গামারা) কর্তৃক শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান ফারুক লিপ্টনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ইউএনও মহিউদ্দিন জাহাঙ্গীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, টিএমএসএস এর রংপুর সহকারী ডমিন প্রধান আহসান হাবীব, গাইবান্ধা জোনাল ম্যানেজার ছানাউল হক খান, সাঘাটা অঞ্চল প্রধান ফারুক আহম্মেদ খান, উল্যা ভরতখালী ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবীব প্রমুখ।

 

 

আরও খবর

Sponsered content

Powered by