রাজশাহী

বড়াইগ্রামে পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ৪:৫৩:০০ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলামের পদোন্নতি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বনপাড়া পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে ও পৌর সচিব আব্দুল হাই এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিন, থানার সাবেক ও গোমস্তাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস, বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল হক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য রাখেন।