প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২০ , ৫:৫৫:২১ প্রিন্ট সংস্করণ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে হাসপাতাল গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১৬ জনকে মোট ১ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ এ আদালত পরিচালনা করেন। এসময় যাদের মাস্ক নেই তাদেরকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাউল করিম বলেন, মাস্ক ছাড়া কাউকেই ঘরের বাইরে বের হতে দেয়া হবে না। চলমান এ অভিযান আরও জোরদার করা হবে।