প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২০ , ৫:১৬:০৩ প্রিন্ট সংস্করণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় মার্কেন্টাইল ব্যাংক লিঃ শিশাহাট শাখার উদ্যোগে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মশিদপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নর্থ বেঙ্গল রিজিওয়ান প্রধান এএসএম জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা। বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মাহফুজ আলম। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক শাহ্ মিজানুর রহমান, নজিপুর শাখা প্রধান রুহুল আমিন সিদ্দিক, সাপাহার শাখা প্রধান সারোয়ার মো. মাহবুব মোর্শেদ, নিয়ামতপুর শাখার প্রধান আব্দুর রাজ্জাক প্রমুখ।