খেলাধুলা

কাতার ম্যাচের আগেই করোনামুক্ত জেমি ডে

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২০ , ১১:১৯:৩৪ প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব ঠিক থাকলে বুধবার কাতারের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে এই ইংলিশ কোচের।
আগামী শুক্রবার কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগের ম্যাচ মুখোমুখি হবে বাংলাদেশ।
গেল ১৫ নভেম্বর জেমি ডে’র শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে এই খবর সামনে আসে। ফলে দলের সঙ্গে আর যুক্ত হতে পারেননি বাংলাদেশ কোচ। তাই তাকে ছাড়াই ১৯ নভেম্বর কাতারে যায় জামাল-সাদ-মামুনুলরা। এবার করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন জেমি।

আরও খবর

Sponsered content