দেশজুড়ে

নন্দীগ্রামে আ’লীগ নেতা রানার খাদ্য সহায়তা অব্যাহত

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৯:০৬:০০ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :  বগুড়ার নন্দীগ্রামে অসহায়, কর্মহীন, দু:স্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন, জেলা পরিষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও উপজেলা ত্রাণ কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন রানা এলএলবি। তিনি বলেন, কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে প্রথম থেকেই মাঠে আছি। বর্তমান প্রেক্ষাপটে ঘরে বসে থাকা দরিদ্র, দিনমজুর ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।
বুধবার দুপুরে এ খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় আওয়ামী লীগ নেতা মুকুল হোসেন, জুলফিকার আলী, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাতী লীগের সভাপতি আবু নোমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content