প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২০ , ৩:৫৯:৩৫ প্রিন্ট সংস্করণ
সুজানগর (পাবনা) প্রতিনিধি :
সুজানগর উপজেলার সাতবাড়ীয়া, ক্রোড়দুলিয়া, বিরাহীমপুর ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।
শনিবার বিকালে উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, ইউপি চেয়ারম্যান এস এম শামছুল আলম, আব্দুল মতিন মৃধা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাবনার বাস্তবায়নে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এ ৪টি ভবন নির্মাণ করা হয়।