রংপুর

ডিমলায় প্রদর্শনীর উদ্বোধন ও সেমিনার

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২০ , ৪:৫০:২২ প্রিন্ট সংস্করণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে উদ্বোধনী ও সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হয়ে যুক্ত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ঢাকার প্রিন্সিপাল সায়েন্টিফিক কর্মকর্তা ড. মো. মাহবুবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সদর ইউপ চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by