রাজশাহী

ব্যাংক এশিয়ার গোপালপুর শাখার উদ্বোধন

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২১ , ৪:২৯:৩৩ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধি :

ব্যাংকিং কার্যক্রমকে জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ব্যাংক এশিয়ার গোপালপুর এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে এবং শাখার মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে মার্তৃত্বকালীন ভাতা বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারে ব্যাংক এশিয়ার চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।

উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর জেলা পরিষদের সদস্য ও গোপালপুর বণিক সমিতির সভাপতি বদিউর রহমান বদরের সভাপতিত্বে বিশষ অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু, ব্যাংক এশিয়ার ডিজিটাল পেমেন্ট চ্যানেল হেড চন্দন নাগ (ভার্চুয়ালি যুক্ত), রাজশাহী অঞ্চলের রিজিওনাল অফিসার আতিকুর রহমান, ডিস্ট্রিক ম্যানেজার রওশন জামিল প্রমুখ।

 

আরও খবর

Sponsered content