চট্টগ্রাম

সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারীতে মানববন্ধন

  প্রতিনিধি ৬ মে ২০২৪ , ৫:১৫:১৫ প্রিন্ট সংস্করণ

সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারীতে মানববন্ধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ইসলামী ছাত্রসেনা নেতা ও দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের ফুটবলার সাবিদুল ইসলাম সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দেলোয়ার হোসেন মিন্টু কর্তৃক সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দোহাজারী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় দোহাজারী পৌরসভাস্থ হাজারী শপিং সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাংবাদিক এসএম রহমান, সাংবাদিক আবু তোরাব চৌধুরী, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, দোহাজারী প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম রাশেদ, যুগ্ম সম্পাদক এম ফয়েজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএ এম মুনতাসীর, অর্থ সম্পাদক এম এ হামিদ, চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈকত দাশ ইমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম মোস্তফা, আরিফুল ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, আয়ুব মিয়াজী, মোহাম্মদ আরফাত হোসেন, মোহাম্মদ নজরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।

এতে আরো উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা আক্তার, নিহত সাজ্জাদ হোসেন এর পরিবারের পক্ষে ছিলেন নিহতের বড় ভাই এসএম জামাল মাহামুদ প্রমূখ।মানববন্ধনে বক্তারা সাংবাদিক জাহিদ হোসাইনকে প্রাণনাশের হুমকিদাতা ও সাবিদুল ইসলাম সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের জন্য সাতকানিয়া থানার পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান। অন্যথায় দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

আরও খবর

Sponsered content

Powered by