ঢাকা

কালিহাতী পৌরসভার পাকা রাস্তা নদীর গর্ভে বিলীন

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৩:৫৬:৫৪ প্রিন্ট সংস্করণ

আতোয়ার রহমান, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার পাকা রাস্তা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও বশত:বাড়ি হুমকীর সম্মুখীন হয়ে দাড়িয়েছে। স্বরজমিনে ঘুরে দেখা যায় কালিহাতী পৌরসভার মেঘাখালী ব্রিজের পাড় থেকে পশ্চিম পাশ দিয়ে দক্ষিণ দিকে প্রায় ২/৩ কিলোমিটার পাকা রাস্তার পাশে অনেক বসতবাড়ি  ও দুটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

প্রতিদিন ওই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী, ছোট খাট যানবাহন এবং হাজারো মানুষ পা পথে যাতায়ত করে থাকে। রাস্তাটি নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার ফলে মানুষ ও যানবাহন চলাচলে ব্যাপক বিঘœ ঘটছে। স্থানীয় যথাযথ কর্তৃপক্ষ রাস্তাটি মেরামত করার কোন প্রকার ব্যবস্থা নিচ্ছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

গত বর্ষার মৌসুমে বসবাসকারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাঙা রোধ করার চেষ্টা করলেও ভাঙন প্রতিরোধ করতে পারেনি। শীতের মৌসুমে রাস্তাটি পুন:নির্মান অথবা সংস্কার না করলে আগামী বর্ষা মৌসুমে বাড়ি-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীর অতল গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহত্তর জনগোষ্ঠীর যোগাযোগের রাস্তাটি দৃঢ়ভাবে সংস্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর

Sponsered content