রংপুর

পলাশবাড়ীতে এমপির আনন্দ র‌্যালি

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২১ , ৫:১৮:৪২ প্রিন্ট সংস্করণ

পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি হয়েছে। রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, আ’ লীগ নেতা রশিদুন নবী চাঁন,আব্দুস সালাম। এদিকে সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিকেল ৩ টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আরও খবর

Sponsered content