প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২১ , ৪:০৬:৫৯ প্রিন্ট সংস্করণ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গ্যালারির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ ভবনের সিঁড়িঘরে স্থাপিত ব্যতিক্রমী এ গ্যালারির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এ ছাড়াও জেলা প্রশাসক প্রধান মন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের পরিদর্শন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন কনসেট্রেটর, ক্ষুদ্র নৃগোষ্ঠির ৩২ জন নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুর্নবাসন প্রকল্পের আওতায় উপকারভোগীর হাতে দোকানের চাবি বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।