দেশজুড়ে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারী

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৩:৫৯:৫১ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় কৃষক নির্বাচনে এই লটারি অনুষ্ঠিত হয়।

উপজেলা ধান-চাল সংগহ অভিযানের সভাপতি ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে লটারি উপলক্ষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর প্রমুখ।

এবার উপজেলায় ১১ হাজার কৃষক আবেদন করেছেন ধান দেয়ার জন্য। এর মধ্যে থেকে কৃষক প্রতি দেড় মেট্রিক টন কওে মোট ১৬০২ জন কৃষকের কাছ থেকে ২ হাজার ৪০৩ মেট্রিক টন ধান কিনবে সরকার।

আরও খবর

Sponsered content

Powered by