ঢাকা

কিশোরগঞ্জে নানা আয়োজনে  দৈনিক ভোরের দর্পণ পএিকার একুশ বছরে পদার্পণ  পালিত

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ১:৩৮:৫১ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জ  প্রতিনিধিঃ
গতকাল সন্ধ্যায় জাতীয় দৈনিক ভোরের দর্পণ পএিকার একুশ বছরে পদার্পণ  অনুষ্ঠান কিশোরগঞ্জ জেলাপ্রতিনিধির কার্যালয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে।
২০ জানুয়ারী  বুধবার  সন্ধ্যায়  কিশোরগন্জ  শহরের খড়মপটৃিস্হ ১২৭৫ প্রফেসর দুলাল ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন  করা হয়।
দৈনিক ভোরের দর্পণ পএিকার  কিশোরগন্জ জেলা  প্রতিনিধি  ও  স্হানীয়  সাংবাদিক  কল্যাণ পরিষদ এর সভাপতি  শিক্ষানবীশ আইনজীবী   শাহ মোঃ  সারওয়ার জাহান  এর সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতাওোর  মাঠ কাঁপানো  ছাএনেতা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের  প্রচার সম্পাদক  বর্ষিয়ান  রাজনীতিবিদ  লুৎফুল আরেফিন গোলাপ, বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ  মডেল থানার   ওসি (তদন্ত)  পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান, জেলা শ্রমিক লীগের  সংগ্রামী সাধারণ সম্পাদক  আবুল হোসেন আকন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি মীর আবদুল  করিম, করিমগঞ্জ পাইলটগার্লস  হাই স্কুলের  সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক, বিশিষ্ট কবি ও শিক্ষক মোহাম্মদ  বাচ্চু মিয়া,   বিজয় টেলিভিশন কিশোরগঞ্জ  প্রতিনিধি মোঃ জীবন। দৈনিক ভোরের দর্পণ  পএিকার উওোরওোর সফলতা  কামনা করে বক্তব্য  রাখেন  বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল মুনসুর, সাবেক কমিশনার ও কাউন্সিলর   প্রার্থী   মোঃ ফরিদ মিয়া, প্রকৌশলী মোঃ বাদল মিয়া,কাইডস্ কনস্ট্রাকশন  প্রজেক্ট ডিরেক্টর  মোঃ তাজুল ইসলাম রিপন,  প্রকৌশলী মোঃ গোলাপ মিয়া প্রমুখ।

আরও খবর

Sponsered content