প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৪:৩৬:২২ প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় নতুন করে আরও ২ জনের করোনা ভাইরাস (কোভিড–১৯) শনাক্ত হয়েছে। রোববার ৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সাভারে পাঠানো হলে প্রতিবেদনে ২ জনের করোনা পজিটিভ আসে। সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সাটুরিয়া উপজেলায় ৩১২টি পরীক্ষার বিপরীতে আক্রান্তের সংখ্যা ১১ জনে দাঁড়ালো।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় এ উপজেলায় নতুন করে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা উপজেলার চর–সাটুরিয়া ও ধানকোড়া এলাকার বাসিন্দা। রোববার তাদের (আক্রান্ত) নমুনাসহ ৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বাকি ৬ জনের প্রতিবেদন করোনা নেগেটিভ এসেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯ থেকে ১১ জনে দাঁড়ালো।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, করোনা পজিটিভ ২ জনের মধ্যে এক জন পোশাক শ্রমিক ও অন্য জন ছাত্র। সোমবার নমুনা পরীক্ষার প্রতিবেদনে কোভিড–১৯ পজিটিভ শনাক্ত হওয়ায় তাদেরকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করে উভয়ের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এছাড়া প্রথম করোনা শনাক্ত রোগী ধানকোড়া ইউনিয়নের উত্তর বরুন্ডি এলাকার বিল্টু মিয়া (২৪) সুস্থ হওয়ায় সোমবার তাকে ঈদ উপহারসহ ছাড়পত্র দেয়া হয়েছে।