প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২১ , ৪:১৭:২৫ প্রিন্ট সংস্করণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফেরদৌস হাসান টিটো প্রধান অতিথি হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন। এসময় হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার তবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।