প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৮:১৫:২০ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র এলাকায় পাতকুয়া খননেন মাধ্যমে স্বল্পসেচের ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ), চাঁপাইনবাবগঞ্জ জোন তাদের রিজিওনাল ক্যাম্পাসে এ প্রশিক্ষণের আয়োজন করে।
জোনের সহকারী প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। প্রশিক্ষণে ২৫ জন কৃষক অংশ নেন।