রাজশাহী

আল জাজিরার বিরুদ্ধে পাবনায় বিক্ষোভ

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৫৬:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সেটি শহরের প্রধান সড়ক ঘুরে আব্দুল হামিদ সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা করেন তারা।

এ সময় বক্তারা, ডেভিড বার্গম্যান সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ ছাড়াই কাল্পনিক চরিত্র দিয়ে অসত্য গালগল্প সাজিয়েছেন বলে অভিযোগ করেন। জামায়াত ও যুদ্ধাপরাধীদের ইন্ধনেই আল জাজিরা মিথ্যা সংবাদ প্রচার করেছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা।

আরও খবর

Sponsered content