দেশজুড়ে

বুড়িগঙ্গার তীরে অজ্ঞাত যুবকের লাশ

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৮:১৯:৪৯ প্রিন্ট সংস্করণ

প্রতীকী ছবি

ভোরের দর্পণ ডেস্ক:

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। আজ শুক্রবার সকালে শুভাঢ্যা ইউনিয়নের ইকবাল চেয়ারম্যানের ডক ইয়ার্ডের সামনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ পুলিশের এসআই মো. শহিদুল জানান, শুক্রবার সকালে সদরঘাট নৌ পুলিশ ফাড়িতে খবর আসে, ইকবাল চেয়ারম্যানের ডকের সামনে একটি লাশ ভাসছে। খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনা স্থলে গিয়ে যুবকটির মরাদেহ উদ্ধার করি। যুবকটির বয়স আনুমানিক ৩৫ বছর হবে। লাশটি পচে গলে গেছে। ধারনা করা হচ্ছে ৬/৭ দিন আগের হবে। পচে যাওয়ার কারণে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা শনাক্ত করা যায়নি। গায়ে শার্ট ও প্যান্ট পরা রয়েছে। পচে যাওয়ার কারণে শার্ট প্যান্টের কালার ও বোঝা যাচ্ছে না। লাশটি উদ্ধারের পরে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করি।

এ ঘটনায় সদরঘাট নৌ পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।