দেশজুড়ে

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে নিরীহ পরিবারকে নির্যাতনের অভিযোগ

  প্রতিনিধি ২০ মে ২০২০ , ৭:৩৩:৫৮ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ বাড়ীতে যাতাযাতের জন্য নতুন রাস্তা নির্মাণের ঘটনা কে কেন্দ্র করে এক নিরীহ পরিবারকে প্রতিনিয়ত শারীরিক মানসিক ভাবে লাস্থিত করছে একই এলাকার প্রতিবেশি প্রভাবশালী লেবু মন্ডল

গতকাল নলছিয়া গ্রামে নিরীহ ঈমান আলীর বাড়ীতে সরেজমিনে খোজ নিতে গেলে ঈমান তার স্ত্রী জানান, বিগত / মাস ধরে আমাদের বিভিন্ন ভাবে হেনন্তা করছে প্রতিবেশি টুনু মন্ডলের ছেলে লেবু মন্ডল তার ভাই রঞ্জু মন্ডল তারা আরো জানান, লেবু মন্ডল তার ভাই রঞ্জু মন্ডল নতুন রাস্তার নির্মাণের নামে আমাদের বসত বাড়ী ঘেষে ভেগো দিয়ে প্রায় ৩০/৪০ ফিট করে গভীর গর্ত করেছে

চলতি বর্ষায় বৃষ্টি শুরু হলে আমাদের বসত বাড়ী ঘর সব কিছু ধসে ওই গর্তে বিলীন হওয়ার আশংস্কা করছি ঈমান আলী আরো জানায়, এই ঘটনায় এলাকাবাসী বেশ কয়েকটি শালিস দরবার করেছে গ্রাম্য শালিসে তারা ওই গর্ত মাটি দিয়ে ভরাট করার প্রতিশ্রæতি দিলেও লেবু মন্ডল কোন ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদের বিভিন্ন ভাবে হেনন্তা করছে এই ঘটনার ন্যায় বিচার চাই

ব্যাপারে লেবু মন্ডল নির্যাতনের  অভিযোগ  অস্বীকার করে বলেন, বাড়ীর যাতাযাতের রাস্তা নির্মানের ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়েছে কিন্তু ঈমান আলী তার পরিবার কে কোন নির্যাতন করা হয়নি রঞ্জু মন্ডল জানান, বৃষ্টিতে যাতে তাদের বাড়ীঘর  ভেঙ্গে না পড়ে সেই জন্য আমরা কিছু মাটি কেটে পাড় তৈরী করে দিয়েছি

আরও খবর

Sponsered content