প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৪৭:০২ প্রিন্ট সংস্করণ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
পলাশবাড়ীতে বিনা’র সরিষা চাষে ২৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চলতি মৌসুমে সরকারি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী প্লট হিসেবে বিনামূল্যে ২৫ জন কৃষকের মাঝে সরিষার বীজ ও সার সরবরাহ করা হয়েছে। প্রতি কৃষককে বিঘায় দেড় কেজি সরিষার বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি জীব, ১৫ কেজি এমওপি, দেড় কেজি বোরন, ১ কেজি দস্তা প্রদান করা হয়।
অন্তঃপরিচর্যা বাবদ ১ হাজার টাকা ও ব্রিফিং ভাতা ৫শ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এখনো কৃষকদের মাঝে তা প্রদান করা হয়নি। কিন্তু বিনা-৪ সরিষা ২৫ জন কৃষককে যথা সময়ে প্রদান করা হলেও সেই সব বীজ চাষাবাদ করার পর গাছগুলো বড় হয়ে ওঠে এবং কিছু গাছে ফুল থাকলেও সরিষার কোন দানা নেই। ফলে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, কৃষকদের ক্ষতির দায়ভার আমার নয়। এর দায়ভার গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ নিউক্লিয়ার এ্যাগ্রিকালচার (বিনা)’র। তাদের ভুলভাল বীজের কারণে কৃষকেরা আজ ক্ষতিগ্রস্ত। এব্যাপারে বিনা’র রংপুর স্টেশনের ইনচার্জ জানান, পলাশবাড়ী কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে সঠিক সময়ে বীজ সরবরাহ করা হয়নি, মাটিরও সঠিক পরীক্ষা-নিরীক্ষা না করেই চাষাবাদ করা হয়েছে। যে কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।