রাজশাহী

জয়পুরহাটে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৬:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

কারিগরি শিক্ষাবোর্ড থেকে চার বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি’ শিক্ষার্থীদের নার্স হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে জয়পুরহাট স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস’ সম্মিলিত পরিষদের নার্সিং কোর্সের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে আধুনিক জেলা হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি ঐশি ইসলাম, সহ সভাপতি আরিফা আক্তার, রিক্তা আক্তার, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

 

Powered by