রাজশাহী

বড়াইগ্রাম পৌর নির্বাচনে বিএনপি’র ভোট বর্জন

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ১০:২৮:০২ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রোববার পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনু্িষ্ঠত হয়েছে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলাকালেই বিএনপি প্রার্থী ইসাহাক আলী দুপুর ২টার দিকে মৌখিক ও অনানুষ্ঠানিক ভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।

তবে এই ভোট বর্জনের ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী মাজেদুল বারী নয়নের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমম্বয়কারী একই উপজেলার বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ভোট বর্জনের ঘোষণা দেয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানতে সংবাদকর্মীরা বিএনপি প্রার্থী ইসাহাক আলীর সাথে মোবাইল ফোন ও সরাসরি যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কারো ফোন ধরেননি ও দেখা করেননি।

আরও খবর

Sponsered content