দেশজুড়ে

চট্টগ্রামে অতিভারী বর্ষণ, ১৯০ মিলিমিটার রেকর্ড

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ১২:০৯:১৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি মৌসুমে এটা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। চট্টগ্রামবাসীর জন্য একই সঙ্গে যা শঙ্কারও বটে। 

১৯০ মিলিমিটার বষ্টিপাতের অর্থ হচ্চে ‍অতিভারী বর্ষণ। আর এই অতিভারী বর্ষণের কারণে অতীতে চট্টগ্রামে পাহাড় ধসে ভয়াবহ প্রাণহানীর ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে।
 
শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদফতর এক পূর্বভাসে জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, ১৯০ মিলিমিটার। হাতিয়াতেও অতিভারী বর্ষণ হয়েছে। ৯৩ মিলিমিটার বর্ষণ হয়েছে এখানে। এরপরে সন্দ্বীপেও ভারী বর্ষণ হয়েছে। সেখানে বৃষ্টিপাত হয়েছে ৭৫ মিলিমিটার।
 
রোববার সন্ধ্যা নাগাদ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে ভারী বর্ষণের কারণে কোথাও ভূমি ধসের কোনো শঙ্কা নেই।
 
আর এদিন বৃষ্টি ছাড়াও যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by