আইন-আদালত

ওয়ান্টেড তালিকায় হারিছের নাম ও ছবি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ৫:৫৭:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

আল-জাজিরার বিরুদ্ধে মামলা এখনো পুলিশের কাছে আসেনি, আসলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই জেনারেল আজিজ আহমেদ এর ভাই হারিছ ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হারিসের নাম পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে এখনো কেন রয়েছে সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, কমিউনিকেশন গ্যাপের কারণে পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে হারিছের নাম ও ছবি তালিকাভুক্ত রয়েছে।

পলাতক এই দুই আসামির মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন গোপনীয়তা ছিল না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

আরও খবর

Sponsered content

Powered by