প্রতিনিধি ২১ মে ২০২০ , ৮:৩৪:০৩ প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি : বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে শেরপুরে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর পৌরসভার কসবা এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের আয়োজনে ২১ মে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট এর সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেএন্ডএস গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা মোঃ সাদুজ্জামান সাদী কসবা কাচারীপাড়া, কাঠগড়, মোঘলপাড়া, গারোটিলাসহ বিভিন্ন মহল্লার গরীব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, চিনি, সয়াবিন তেল ও প্যাকেট দুধ।
এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, কসবাকাচারীপাড়া মহল্লার আলহাজ্ব মোঃ নূরুল আমীন, মোঃ ফকির আলী, সাংবাদিক হামিদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।