প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২১ , ৮:০২:১৭ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেককে লাঞ্ছিত করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু হানিফা’র বাসগৃহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ ঘটনার জন্য উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারী গংকে দায়ী করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু হানিফা। বক্তব্যে বলা হয়, ২০ ফেব্রæয়ারি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেকের চিলমারীতে আসার বিষয়টি দলের সিনিয়র নেতাদের না জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক মনগড়া ভাবে কর্মসূচি হাতে নেয়।
নির্ধারিত দিনে তিনি আসলে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আবু হানিফা, সাদাকাত হোসেন সাজু, ফজলুল হক ও বাবলুকে দায়ী করে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারী সরকারের সভাপতিত্বে সোমবার একটি প্রতিবাদ সমাবেশ করে উপজেলা বিএনপি’র আর একটি অংশ।
এরই পেক্ষিতে কেন্দ্রীয় নেতার লাঞ্ছিতের ঘটনায় বিএনপি’র অপর আর একটি অংশ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু হানিফার সভাপতিত্বে সংবাদ সম্মেলন করে। এতে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাত হোসেন সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, যুবদলের আমজাদ, লোকমান চৌধুরী, জিয়া প্রমুখ।