রংপুর

দিনাজপুরে নারীদের স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ৬:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে ৮মার্চ নারী দিবসকে সামনে রেখে ৪দিন ব্যাপী দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দিনাজপুর একাডেমি প্রাঙ্গনে প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শহর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু।

সভাপতিত্ব করেন দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি লায়লা আরজুমান্দ বানু।

এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি সেতেরা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ প্রমুখ।

আরও খবর

Sponsered content