প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৭:৩১:১৫ প্রিন্ট সংস্করণ
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : করোনা ভাইরাস বি¯তৃতি রোধে সরকারের সিদ্ধান্ত মেনে চলতে গিয়ে আদালতের নবীন আইনজীবি ও আইনজীবিদের সহকারিরাও কর্মহীন হয়ে পড়ে। আদালত বন্ধ হওয়ায় আদালত চত্বরের কম্পিউটার কম্পোজের ব্যবসায়ীসহ সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়ে ওই সব ব্যবসায়ীরা। তাদের খাদ্য সংকটের কথা চিন্তা করে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দিকনির্দেশনায় ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেকমন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের পরামর্শে জেলার পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রবিউল ইসলামের নিজস্ব অর্থায়নে শনিবার দুপুরে জেলা দায়রা জজ আদালত চত্বরে তাঁরই কার্যালয়ে প্রায় ২০০ জনের মাঝে ওই ঈদ উপহার নগদ অর্থ বিতরন করেন।
এ সময় স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট সামসুর রহমান পারভেজসহ নবীন আইনজীবি, আইনজীবিদের সহকারী এবং কম্পোজ কম্পিউটারের দোকান মালিকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, দেশের বিরাজমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দিকনির্দেশনায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের পরামর্শে আদলত চত্বরের সকল পেশাজীবির কর্মহীন দুস্থ ক্ষুধার্ত প্রায় সাড়ে তিনশ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আদালতের নবীন আইনজীবি ও আইনজীবিদের সহকারি এবং আদালত চত্বরের কম্পোজ কম্পিউটারের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবির কর্মহীন দুস্থ প্রায় ২০০ মানুষের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।