ঢাকা

কিশোরগঞ্জে প্রবাসী দিবস পালিত

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৩ , ৩:৫৯:৩৯ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে প্রবাসী দিবস পালিত

প্রবাসীর কন্টাক্ট পেপার রেখে জেনে বুঝে আইনী  ব্যবস্হা কে সামনে রেখে  বিদেশে যেতে হবে। বিদেশে মৃতের  লাশ আনতেও  সকল দায়িত্ব  এখন সরকার নিয়েছে। রেমিট্যান্স  যোদ্ধা হিসেবে প্রবাসীর সন্তানদের জন্য সরকার শিক্ষা বৃওি প্রদান করেছে। ৩০ ডিসেম্বর  শনিবার সকাল ১০ টায়  জাতীয় প্রবাসী দিবস পালন উপলক্ষে এক  আলোচনা সভার আয়োজন  করে। 

কিশোরগন্জ জেলাপ্রশাসন,  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস  এর উদ্যোগে ” প্রবাসীর কল্যাণ,মর্যাদা – আমাদের অংগীকার  স্মার্ট  বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার। ” টিটিসি  অধ্যক্ষ  জাভেদ রহিম এর সভাপতিত্বে   টেকনিক্যাল ট্রেনিং  সেন্টার ( টিটিসি)  তে অনুষ্ঠিত  আলোচনা সভায়  প্রধান অতিথি  ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) ফারজানা খানম। 

বিশেষ অতিথি  ছিলেন  সিভিলসার্জন  কিশোরগঞ্জের  প্রতিনিধি  ডাঃ মাহবুবুর রহমান। 

স্বাগত বক্তব্যে জেলা  কর্মসংস্থান ও জনশক্তি  কার্যালয়ের  সহকারী পরিচালক  মোঃ আলী আকবর কিশোরগঞ্জ  জেলায় প্রবাসীদের জন্য তার দপ্তরের  সেবা সহায়তা তূলে ধরেন। 

অন্যান্যের মধ্যে  বক্তব্য  রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ  শাখা ব্যবস্হাপক শফিউল্লাহ খান, সোনালী ব্যাংক লিঃ এর প্রিন্সিপাল অফিসার  মোঃ কবীর উদ্দিন,  ইসলামী ব্যাংক বাংলাদেশ  লিঃ এর এফএভিপি মাসুদ কাদরী, ওয়েল ফেয়ার সেন্টার কিশোরগঞ্জের  সহকারী পরিচালক  মোঃ নজরুল ইসলাম  প্রমূখ। 

সভায় প্রবাসীদের পরিবারের সদস্য ও স্হানীয় সাংবাদিকরা  উপস্থিত ছিলেন। 

সভাশেষে  মেলার উদ্বোধন  করা হয়। 

আরও খবর

Sponsered content

Powered by