দেশজুড়ে

মিরসরাইতে মাদ্রাসা নির্মাণে মতবিরোধ

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২১ , ৯:০৯:৫৭ প্রিন্ট সংস্করণ

আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম):

মিরসরাইতে পারিবারিক উদ্যোগে একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে এলাকায় মতবিরোধ দেখা দিয়েছে। পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন স্থানিয় জনসাধারণ। মাদ্রাসা নির্মাণে স্থানিয় ইউনিয়ন পরিষদে আবেদন করা হলেও সেটির অনুমোদন দেয়া হয়নি। এতে মতবিরোধ দেখা দিয়েছে স্থানিয়দের মাঝে। মত বিরোধকে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনার আশঙ্কাও করছেন স্থানিয়রা।

মিরসরাইয়ের ১০ নং মিঠানালা ইউনিয়নের ১ নং মিঠানালা ওয়ার্ডের লন্ডন প্রবাসী নিজাম উদ্দিন অভিযোগ করে বলেন, মিঠানালা ইউনিয়ন ও আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যে কোন ইসলামিক এডুকেশন সেন্টার ও মহিলা মাদ্রাসা নাই। তাই এলাকার সাধারণ মানুষের অনুরোধে ইসলামিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করি।

তিনি আরো বলেন, আমরা তিন ভাই লন্ডন প্রবাসী এক ভাই সাবেক পুলিশ কর্মকর্তা। আমাদের প্রবাসী ভাইদের আর্থিক সহযোগীতায় ও সাবেক পুলিশ কর্মকর্তা সিরাজ উদদৌলার পরিচালনায় আমাদের বাড়ির সামনে পৈতৃক সম্পত্তির উপর আমাদের পিতা ও মাতার নামে দুটি ইসলামিক শিক্ষা কেন্দ্র স্থাপনের সিদ্যান্ত গ্রহণ করেছি।

পিতার নামে “মুজিবুল হক ইসলামি এডুকেশন সেন্টার” ও আমার মাতার নামে “তরিকুর নেছা মহিলা মাদ্রাসা” প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৮ ফ্রেব্রæয়ারী উক্ত প্রতিষ্ঠান দুটি নির্মাণের লক্ষে আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করি। কিন্তু কাজ শুরু করার পর থেকে এলাকার চিহ্নিত কিছু নাস্তিক ও ইসলাম বিরোধী পক্ষ  বাধা দেওয়ার চেষ্টা করে আসছে।

এখানে যাতে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে না পারি তার জন্য তারা উপজেলার বিভিন্ন স্থানে লবিং করছে ও ভূল তথ্য দিয়ে মানুষ কে বিভ্রান্ত করে ইসলামিক শিক্ষাকেন্দ্রের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করার চেষ্টা করছে।

যারা বাধা সৃষ্টি করছে ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে তারা চিহ্নিত নাস্তিক ও ইসলাম বিরোধি। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন বরারবর লিখিত অভিযোগ দেওয়া হবে।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, কেউ যদি ইসলামিক শিক্ষা কেন্দ্র স্থাপন করতে চায় তাতে তো কোন সমস্যা দেখি না। তবে যদি নিষিদ্ধ কোন সংগঠন কোন কর্যক্রম করতে চায় সেই ব্যপারে খবরাখবর নিয়ে আমরা কঠোর ব্যবস্থা নিব।

আরও খবর

Sponsered content