চট্টগ্রাম

আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য ১ কোটি অস্ট্রেলীয় ডলার দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়া সরকারের

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২১ , ৭:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ক্যাম্পে ভয়াবহ আগুনে বিরানভূমি ক্যাম্পের একটি বড় অংশ। চারপাশে কেবলই আগুনে পোড়া ধ্বংসস্তূপ। এর মধ্যেই ঘরহারা মানুষগুলোর জন্য দ্রুত চলছে তাঁবু নির্মাণের কাজ। ইতোমধ্যে অনেকে তাঁবু পেয়েছেন আবার এখনো অনেকে পাননি।

এরইমধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য জরুরি সহায়তা হিসাবে ১ কোটি অস্ট্রেলীয় ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

বৃহস্পতিবার (২৫ মার্চ) এক বিবৃতিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে এ সহায়তার ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন।

তিনি বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা এবং স্থানীয় গোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বজায় রাখতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এই বিধ্বংসী ঘটনার আলোকে, আমি আজ আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের বিদ্যমান মানবিক সহায়তার অতিরিক্ত ১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরুরি সহায়তা ঘোষণা করছি।‘

অগ্নিকাণ্ডের তিনদিন পর বিবৃতিতে প্রিয়জন হারাদের প্রতি সমবেদনা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অগ্নিকাণ্ডের প্রভাবে ১২০,০০০ এরও বেশি মানুষ, খাদ্য বিতরণ কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য সুযোগ-সুবিধাগুলো ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়।’

তিনি বলেন, ‘অতিরিক্ত এই সহায়তা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) মাধ্যমে খরচ হবে।’