দেশজুড়ে

ফুলবাড়িয়ায় নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা

  প্রতিনিধি ২৮ মে ২০২০ , ৪:৫৪:৫৫ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : দেশের অন্যতম ‘অর্কিড ফুল’ দিয়ে শুভেচ্ছা জানানো হলো ফুলবাড়িয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ আজিজুর রহমান কে। 

থানা সূত্রে জানা গেছে, ঈদের পরদিন মঙ্গলবার (২৬ মে) বিকালে অফিসার ইনচার্জ মোহাঃ আজিজুর রহমান ফুলবাড়িয়া থানায় যোগদান করার লক্ষে থানায় পৌঁছলে ইন্সপেক্টর (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না এর নের্তৃত্বে সাব ইন্সপেক্টর সেকান্দর আলী, মো: আব্দুল মান্নান সহ অন্যান্য অফিসারদের সাথে নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাত ৮টার দিকে কর্মস্থলের চার্জ বুঝে নেন নবাগত ওসি মোহাঃ আজিজুর রহমান। দায়িত্ব বুঝে নিয়ে সকল স্টাফদের নিয়ে বৈঠকে বসেন থানা পুলিশ প্রধান। এর আগে তিনি ত্রিশাল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া ইন্সপেক্টর (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, প্রথম সভায় থানা অফিসার ইনচার্জ মহোদয় মাদক ও বাল্য বিবাহ মুক্ত, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত কর্মসূচি পালনে কঠোর হওয়ার আহ্বান জানান। এ ছাড়াও পুলিশকে মানুষের প্রকৃত বন্ধু হতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার ঘোষনা দেন। এ ছাড়াও ফুলবাড়িয়ার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখতে উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।