চট্টগ্রাম

সাতকানিয়ায় আগুনে পুড়ে ছারখার মুড়ির মিল

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৩২:৫৭ প্রিন্ট সংস্করণ

সাতকানিয়ায় আগুনে পুড়ে ছারখার মুড়ির মিল

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি মুড়ির মিল একেবারে পুড়ে ছারখার হয়ে গেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক চারটার দিকে উপজেলার এওচিয়ার ৪নং ওয়ার্ডের দেওদীঘিতে স্থানীয় নাছিরের মুড়ির মিলে এই অগ্নিকাণ্ডের ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিষয়টি দৈনিক নিশ্চিত করেছেন এওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ।ক্ষতিগ্রস্ত মিলের মালিক মোহাম্মদ নাসির বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে, এতে অন্তত ১০/১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছিল। প্রাথমিকভাবে ৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by